Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন - বাংলাদেশের একটি অন্যতম জব প্ল্যাটফর্ম। যেখানে বাংলাদেশের অনেক অনেক প্রাইভেট কোম্পানিগুলো চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং অনেক চাকুরির প্রার্থীরাও সেখানে প্রোফাইল তৈরি করে সিভি তৈরি করে আবেদন করে। তো কিভাবে আবেদন করে এই বিষয়টি অনেক অনেক চাকরির প্রার্থীরা আছে যারা জানে না। তাই তাদের জন্য আজকে আমাদের এই পোস্টটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো - কিভাবে বিডি জব-এ আবেদন করতে হয় এই বিষয়টি। 


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ১


বিডি জব-এ আবেদন করার জন্য। প্রথমে বিডি জবসে আপনাদের সাইডে চলে যেতে হবে এবং সেখান থেকে আপনাদের প্রোফাইলটি লগইন করে নিতে হবে।

অনেকে আছেন যারা বিডি জব-এ কিভাবে একাউন্ট  তৈরি করতে হয় তা জানেন না। তো তা নিয়েও আমাদের পেইজে একটি পোস্ট আছে তো সেখান থেকে দেখে নিতে পারেন । 


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ২

বিডি জব-এ আপনাদের একাউন্টটি লগইন করার পর আপনারা নিচে পেয়ে যাবেন সার্চ বক্স। যেখানে বিভিন্ন ধরনের চাকরির ক্যাটাগরি লিখে সার্চ করতে পারবেন। এছাড়া আপনার নিচে অন্যসকল ক্যাটাগরি দেখতে পাবেন। যেখানে শত শত চাকরির বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তো সেইখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরিটি বা পছন্দ চাকুরীর বিজ্ঞপ্তিতে ক্লিক করবেন। 


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ৩


ছবিতে দেখতে পাচ্ছেন । আমি  এখানে মার্কেটিং অ্যান্ড সেলসে ক্লিক করেছি। এখন এই ক্যাটাগরিতে অনেকগুলো জবসের আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারছেন। তো এখান থেকে আমি যে কোন একটিতে ক্লিক করব এবং ওপেন করব। মার্কেটিং অফিসার এক্সিকিউটিভ এ ক্লিক করছি। 


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন


ধাপ: ৪


তো আপনারা এই ছবিটিতে দেখতে পাচ্ছেন যে চাকরির যে বিস্তারিত এখানে ব্যাখ্যা  করা আছে বা লিখা আছে। তো এগুলো আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিবেন। এখান  থেকে কি কি যোগ্যতা চাইছে তাও কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন। 


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ৫


Apply Online-এ ক্লিক করবেন আপনারা উক্ত চাকরির সকল ব্যাখা এবং বিস্তারিত বিজ্ঞপ্তি নির্দেশনা ভালভাবে পড়ার পর। আপনারা সবার সময় নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনারা গ্রিন বাটন রয়েছে ঐখানে ক্লিক করবেন।


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ৬


তারপর আপনারা কাঙ্খিত পদের জন্য একটি মাসিক বেতন উল্লেখ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই উক্ত বিষয়  অবগত থাকতে হবে। যে আপনাদের ওই পদে কত টাকা স্যালারি বা মাসিক বেতন হতে পারে। তো সেটি আপনারা সেইখানে উল্লেখ করতে হবে বা লিখে দিতে হবে।

Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ৭


এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে - হাই পাইরোটি এবং রেগুলার একটি অপশন রয়েছে। তো এখান থেকে যদি আপনি হাই-পাইরুটি দেন। তাহলে কিন্তু সেই জবটি আপনার জন্য বেশি গুরুত্ব দেয়া হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিডি জবসে এক সপ্তাহে একটি জবের ক্ষেত্রে আপনারা হাই-পাইরুটি ব্যবহার করতে পারবেন। 


Bd Jobs Apply Online - যেভাবে আবেদন করবেন

ধাপ: ৮


সকল কিছু সম্পন্ন করার পর সবার নিচে Apply  সাবমিট করার পূর্বে এখানে দেখতে পাচ্ছেন - আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন। তো এখানে ছোট্ট একটি  ট্রাম্যান কন্ডিশন রয়েছে। তো সেটি আপনারা পড়ে নিবেন এবং নিচে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এখানে ক্লিক মার্ক দিয়ে কিন্তু আপনার এপ্লাই ক্লিক করে দিলেই আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। 
আজকে আমাদের এই পোস্টটি এই পর্যন্তই ছিল যদি পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই।
এছাড়াও যদি bdjobs নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন 



Previous Post Next Post